গুলশানে চাঁদাবাজি: গ্রীণ ইউনিভার্সিটির জানে আলম অপু গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 298
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার (১ আগস্ট) ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে অপু ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ডিবির তথ্য অনুযায়ী, জানে আলম অপু একাধিকবার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা দাবি করার ঘটনা স্বীকার করেছে।
গুলশান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হচ্ছেন ভুক্তভোগী শাম্মী আহমেদ। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে বলে জানায় পুলিশ।
ঘটনার বিষয়ে গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষও জানায়, তাদের আইন বিভাগের ছাত্র জানে আলম অপুকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও তারা জানিয়েছে।
































