ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 150

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

রাজধানীর গুলশান-২ এলাকা থেকে প্রগতি সরণি পর্যন্ত বিস্তৃত একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানীর স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, গুলশানের ডিপ্লোমেটিক জোনের ওই সড়কটি ফেলানীর নামে পুনর্নামকরণ করা হয়েছে।

এর আগেও, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তা ‘শহীদ ফেলানি সড়ক’ নামে ঘোষণা করে নামফলক স্থাপন করেছিল পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের দিক থেকে বাবার সঙ্গে দেশে ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে মারা যায় মাত্র ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ কাঁটাতারে দীর্ঘ সময় ঝুলে থাকতে দেখা যায়, যা দেশ-বিদেশে তীব্র আলোড়ন তোলে এবং সীমান্ত হত্যার ইস্যুকে আবারও সামনে নিয়ে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর গুলশান-২ এলাকা থেকে প্রগতি সরণি পর্যন্ত বিস্তৃত একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানীর স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, গুলশানের ডিপ্লোমেটিক জোনের ওই সড়কটি ফেলানীর নামে পুনর্নামকরণ করা হয়েছে।

এর আগেও, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তা ‘শহীদ ফেলানি সড়ক’ নামে ঘোষণা করে নামফলক স্থাপন করেছিল পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের দিক থেকে বাবার সঙ্গে দেশে ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে মারা যায় মাত্র ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ কাঁটাতারে দীর্ঘ সময় ঝুলে থাকতে দেখা যায়, যা দেশ-বিদেশে তীব্র আলোড়ন তোলে এবং সীমান্ত হত্যার ইস্যুকে আবারও সামনে নিয়ে আসে।