গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট
- সর্বশেষ আপডেট ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 128
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও, সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই স্ট্যাটাসে তিনি সরাসরি হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করে তাঁদের দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেন।
এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে হুমায়ূন আহমেদের আরেক স্ত্রী মেহের আফরোজ শাওনও তাঁর স্বামীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এর একটি অংশ নিজের ফেসবুকে শেয়ার করেছেন। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসার সময়ের যন্ত্রণার মাঝেই এই বইটি লেখা হয়।
শাওন পোস্টে তুলে ধরেছেন, অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিভাবে তির্যক মন্তব্য করা হয়েছিল। তিনি হুমায়ূনের বই থেকে উদ্ধৃতি দেন, যেখানে বলা হয়েছে—“একদিন লক্ষ করলাম, শাওন ফেসবুকের দিকে তাকিয়ে আছে, চোখে জল। কারণ ফেসবুকে কেউ লিখেছে, ‘তোমার উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ ক্যানসার দিয়ে তোমাকে শাস্তি দিয়েছেন’। এর আগেও শাওনের মেয়ে লীলাবতী মারা গেলে এমন মন্তব্য পেত, ‘আরও শাস্তি হবে’।’’
হুমায়ূন আহমেদ তখন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, “পৃথিবীতে মানসিকভাবে অসুস্থ অনেক মানুষ আছে, তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা ভাবব সুস্থ মানুষদের কথা। শত শত মানুষ কত সুন্দর কথা লিখছে, একজনের কুৎসিত মন্তব্যের জন্য মন খারাপ করার দরকার নেই।”
সবশেষে হুমায়ূন আহমেদ নিজের জীবনের এক অভিজ্ঞতাও বইটিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমাদের চারপাশে বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা কি বাড়ছে? মনে হয় বাড়ছে।” তিনি উল্লেখ করেন, একজন যুবক তাঁর সঙ্গে দেখা করতে এসে বলেছিলেন, ‘আপনার লেখা আমার জঘন্য লাগে’ এবং শেষে ইংরেজিতে বলেন, ‘আই ওয়ান্ট ইউ টু ডাই সুন’ (আমি চাই আপনি শিগগিরই মারা যান)। উত্তরে হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘আই হোপ অ্যান্ড প্রে ইউ হ্যাভ আ লং অ্যান্ড মিনিংফুল লাইফ’ (আমি আশা করি ও প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘ ও অর্থবহ হোক)।
এভাবে হুমায়ূন আহমেদ তাঁর বইতে ও শাওন ফেসবুকে তুলে ধরেছেন কীভাবে অসুস্থতার মাঝেও তাঁরা বিদ্রূপ আর কটূক্তির মুখোমুখি হয়েছিলেন, এবং কীভাবে তিনি ধৈর্য ধরে তার জবাব দিয়েছেন।
































