আমান উল্লাহ আমান
গুপ্ত হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 61
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, নাশকতা বা গুপ্ত হামলা চালিয়ে কেউ আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় যুবদল নেতা রাকিব হাসানের উদ্যোগে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন–১’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমান উল্লাহ আমান বলেন, “বিএনপি সব সময় দেশের সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়। অতীতেও বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়ন করেছে, ভবিষ্যতেও সুযোগ পেলে দেশের উন্নয়নে কাজ করবে।” তিনি আরও দাবি করেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
খেলা শেষে তিনি লিফলেট বিলি করে গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ–সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।
এ ছাড়া হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, মো. হাসান আলিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































