গুপ্ত সংগঠনের মবের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের তীব্র প্রতিবাদ
- সর্বশেষ আপডেট ০২:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 271
গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব গঠন করে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় নগরীর সদর রোড থেকে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সহ-সভাপতি শহিদুল ইসলাম সাজ্জাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি গোষ্ঠী গোপন সংগঠনের মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। তারা দেশে পরিকল্পিতভাবে মব তৈরির অপচেষ্টা করছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলেছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়েও তারা অপপ্রচার চালাচ্ছে। ভবিষ্যতে যদি মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অপরদিকে, এর আগের দিন সোমবার বিকেলে মব সৃষ্টির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
































