জামায়াতে ইসলামীর নায়েবে আমির
গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না
- সর্বশেষ আপডেট ১০:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 280
ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শনিবার (২১ জুন) সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত দায়িত্বশীলদের এক সভায় তিনি বলেন, “গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই একমাত্র গ্রহণযোগ্য পথ। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান, আপনার হাতে একটি নোবেল পুরস্কার আছে, আপনি চাইলে ভবিষ্যতে আরেকটি পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে সঠিক পথে ফেরাতে আপনি কার্যকর ভূমিকা রাখুন।”
তিনি আরও বলেন, “আমরা চাই দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠিত হোক—লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস গঠিত হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আর কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে, সেই সীমাবদ্ধতাও আরোপ করা জরুরি।”
তাহের মনে করেন, দেশ ইতিবাচক দিকে এগোচ্ছে এবং জনগণের মধ্যে নতুন আশার জন্ম হচ্ছে। তবে অতীতে যেসব মৌলিক সংস্কার হয়নি, সেগুলো এখনও পরিবর্তনের পথে বাধা হয়ে আছে। ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, “বর্তমানে বৈষম্য কিংবা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত জনগণ আর মেনে নেবে না। মানুষ বহু দলকে দেখে শান্তি পায়নি। এখন তারা ইসলামী শাসন দেখতে চায়। জনগণের এই চাওয়াকে প্রতিফলন ঘটাতে জামায়াতের প্রতিটি জনশক্তিকে সচেষ্ট থাকতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।


































