ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে বাংলাদেশি সন্দেহে ১৭ নারী আটক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 131

গুজরাটে বাংলাদেশি সন্দেহে ১৭ নারী আটক

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বাংলাদেশি নাগরিক সন্দেহে ১৭ নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক নারীদের মধ্যে একজনের সঙ্গে রয়েছে সাত বছরের একটি কন্যা শিশু। পুলিশ বলছে, তারা ‘অবৈধভাবে ভারতে প্রবেশ’ করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার আহমেদাবাদের চান্দলোদিয়া, কবুতরখানা, গোটা হাউজিং, চাণক্য অ্যাপার্টমেন্ট ও শিবশক্তি সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে সোলা থানার পুলিশ তাদের আটক করে।

বি ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার এইচ. এম. কানসাগরা বলেন, “গত চার বছরের মধ্যে কিংবা সাম্প্রতিক ১০ দিনের ব্যবধানে এরা বাংলাদেশ থেকে গুজরাটে প্রবেশ করেছে। তাদেরকে আটক করা হয়েছে এবং যেসব বাড়িওয়ালা ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য দেয়নি, তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।”

সোলা থানার পুলিশ জানায়, আটক নারীদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে। তদন্তের প্রয়োজনে তাদের আহমেদাবাদের সারদরনগরের যৌথ আটক কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করবে।

সোলা থানার ইন্সপেক্টর কে. এন. ভূকন জানান, “আমরা কেবল নারীদেরই পেয়েছি, তারা একাই বাংলাদেশ থেকে এসেছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের পরিবার এখনও বাংলাদেশে রয়েছে, আবার কয়েকজনের স্বামী তাদের ছেড়ে চলে গেছেন।”

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে এই নারীদের গুজরাটে প্রবেশ করাতে স্থানীয় কিছু দালাল জড়িত থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল মানবপাচার চক্রটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে।

পুলিশ বলছে, তদন্ত শেষ হলে আটক নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হাজারো মানুষকে আটক করা হয়েছে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের দাবি, আটক ব্যক্তিদের অনেকেই আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুজরাটে বাংলাদেশি সন্দেহে ১৭ নারী আটক

সর্বশেষ আপডেট ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বাংলাদেশি নাগরিক সন্দেহে ১৭ নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক নারীদের মধ্যে একজনের সঙ্গে রয়েছে সাত বছরের একটি কন্যা শিশু। পুলিশ বলছে, তারা ‘অবৈধভাবে ভারতে প্রবেশ’ করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার আহমেদাবাদের চান্দলোদিয়া, কবুতরখানা, গোটা হাউজিং, চাণক্য অ্যাপার্টমেন্ট ও শিবশক্তি সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে সোলা থানার পুলিশ তাদের আটক করে।

বি ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার এইচ. এম. কানসাগরা বলেন, “গত চার বছরের মধ্যে কিংবা সাম্প্রতিক ১০ দিনের ব্যবধানে এরা বাংলাদেশ থেকে গুজরাটে প্রবেশ করেছে। তাদেরকে আটক করা হয়েছে এবং যেসব বাড়িওয়ালা ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য দেয়নি, তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।”

সোলা থানার পুলিশ জানায়, আটক নারীদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে। তদন্তের প্রয়োজনে তাদের আহমেদাবাদের সারদরনগরের যৌথ আটক কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করবে।

সোলা থানার ইন্সপেক্টর কে. এন. ভূকন জানান, “আমরা কেবল নারীদেরই পেয়েছি, তারা একাই বাংলাদেশ থেকে এসেছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের পরিবার এখনও বাংলাদেশে রয়েছে, আবার কয়েকজনের স্বামী তাদের ছেড়ে চলে গেছেন।”

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে এই নারীদের গুজরাটে প্রবেশ করাতে স্থানীয় কিছু দালাল জড়িত থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল মানবপাচার চক্রটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে।

পুলিশ বলছে, তদন্ত শেষ হলে আটক নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হাজারো মানুষকে আটক করা হয়েছে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের দাবি, আটক ব্যক্তিদের অনেকেই আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক।