ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গায়ক নোবেল ধর্ষণ মামলায় জামিনে মুক্ত

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 269

ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, কারাগারে বসেই মামলার বাদীকে বিয়ে করেন নোবেল। বিয়ের পাঁচ দিন পর জামিন পেলেন তিনি। আদালতে উপস্থিত হয়ে ভিকটিম জানান, নোবেল জামিন পেলে তার কোনো আপত্তি নেই। এরপরই আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে, রোববার নোবেলের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানির দিন ধার্য করা হয় মঙ্গলবার। এদিন উভয়পক্ষ আদালতে উপস্থিত ছিল।

জামিন আবেদনে বলা হয়, ২০ মে থেকে নোবেল কারাগারে আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই মামলা হয়েছে। শরিয়ত অনুযায়ী বিয়ের অঙ্গীকারনামাও আদালতে দাখিল করা হয়েছে। জামিনে মুক্তি পেলে বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রি সম্পন্ন করা হবে।

নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া (সংগৃহীত ছবি)
নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া (সংগৃহীত ছবি)

গত ১৮ জুন আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষের মাধ্যমে উভয়ের সম্মতিতে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে ১৯ মে রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় ডেকে আটকে রেখে ধর্ষণ করা হয়। ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে মারধর ও নির্যাতনের কথাও উল্লেখ করেন তিনি।

পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নোবেলকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গায়ক নোবেল ধর্ষণ মামলায় জামিনে মুক্ত

সর্বশেষ আপডেট ০৩:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, কারাগারে বসেই মামলার বাদীকে বিয়ে করেন নোবেল। বিয়ের পাঁচ দিন পর জামিন পেলেন তিনি। আদালতে উপস্থিত হয়ে ভিকটিম জানান, নোবেল জামিন পেলে তার কোনো আপত্তি নেই। এরপরই আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে, রোববার নোবেলের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানির দিন ধার্য করা হয় মঙ্গলবার। এদিন উভয়পক্ষ আদালতে উপস্থিত ছিল।

জামিন আবেদনে বলা হয়, ২০ মে থেকে নোবেল কারাগারে আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই মামলা হয়েছে। শরিয়ত অনুযায়ী বিয়ের অঙ্গীকারনামাও আদালতে দাখিল করা হয়েছে। জামিনে মুক্তি পেলে বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রি সম্পন্ন করা হবে।

নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া (সংগৃহীত ছবি)
নোবেল পেলেন ইডেন কলেজের প্রিয়া (সংগৃহীত ছবি)

গত ১৮ জুন আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষের মাধ্যমে উভয়ের সম্মতিতে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে ১৯ মে রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় ডেকে আটকে রেখে ধর্ষণ করা হয়। ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে মারধর ও নির্যাতনের কথাও উল্লেখ করেন তিনি।

পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নোবেলকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।