ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই অস্ত্র দেখিয়ে ছিনতাই, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 115

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই অস্ত্র দেখিয়ে ছিনতাই, আটক ৪

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘোর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সোহরাব (২২), জামালপুরের সরিষাবাড়ীর বাঁশবাড়ি এলাকার নূরুল ফকিরের ছেলে মো. মিরাজ (২৮), জামালপুর সদরের কাষ্ঠসিঙ্গাইর এলাকার মো. মনজু (৩০) এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাগ এলাকার মজনু ব্যাপারীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপারাধ) তারেক আল মেহেদী জানান, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত এলাকায় গাড়ি থেকে নামা যাত্রীদের লক্ষ্য করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। যৌথ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই অস্ত্র দেখিয়ে ছিনতাই, আটক ৪

সর্বশেষ আপডেট ১১:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘোর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সোহরাব (২২), জামালপুরের সরিষাবাড়ীর বাঁশবাড়ি এলাকার নূরুল ফকিরের ছেলে মো. মিরাজ (২৮), জামালপুর সদরের কাষ্ঠসিঙ্গাইর এলাকার মো. মনজু (৩০) এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাগ এলাকার মজনু ব্যাপারীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপারাধ) তারেক আল মেহেদী জানান, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত এলাকায় গাড়ি থেকে নামা যাত্রীদের লক্ষ্য করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। যৌথ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’