ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 15

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আট দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবি এবং একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় কিছু শ্রমিক পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর উদ্ভূত পরিস্থিতির কারণে যমুনা ডেনিমস লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

সর্বশেষ আপডেট ০৪:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আট দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবি এবং একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় কিছু শ্রমিক পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর উদ্ভূত পরিস্থিতির কারণে যমুনা ডেনিমস লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।