গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা
- সর্বশেষ আপডেট ০২:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 78
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে এবং তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে পড়লে বাইরে থাকা সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাতের ডিউটিতে থাকা নিরাপত্তাপ্রহরী প্রথম বিস্ফোরণের শব্দ শুনে বাইরে তাকিয়ে ৭–৮ জনকে দ্রুত পালিয়ে যেতে দেখেন। কিছুক্ষণ পর আরও দুটি বিকট শব্দ শোনা যায়।
তিনি বলেন, তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়েছে। ভেতরে কোনো ক্ষতি না হলেও বাইরের সাইনবোর্ড কিছুটা পুড়ে গেছে। এ ঘটনায় কর্মকর্তা–কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা জানান, ধারাবাহিক বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দৌড়ে আসে এবং এলাকায় পেট্রলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, ভেতরের অংশ অক্ষত থাকলেও বাইরে কিছু ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আপাতত থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, পুলিশের টহল থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

































