শিরোনাম
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
- সর্বশেষ আপডেট ০৫:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 52
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ পোড়াবাড়ি এলাকার আব্দুল গফুর মোক্তারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ি বাজারে মহাসড়ক পারাপারের সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, পথে তিনি মারা যান।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


































