গাজার দিকে একাকী ছুটে চলা ম্যারিনেটও আটক
- সর্বশেষ আপডেট ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 64
গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্যবহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরাইল। আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে আছেন ছয়জন ক্রু।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকার অনুযায়ী মূল বহরে ছিল ৪২টি নৌযান। এর মধ্যে ম্যারিনেটের পাশেও এখন ‘আটকানো’ লেখা দেখা যাচ্ছে। অর্থাৎ নৌযানটি আর চলছে না।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে লাইভ ভিডিওতে দেখা যায়, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি চলছে। তখনও নৌযানটি গাজার জলসীমা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ছিল।
এর আগে ম্যারিনেটকে নিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কবার্তা দিয়েছিল। এতে বলা হয়েছিল, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।
আল জাজিরা জানিয়েছে, গত বুধবার রাত থেকেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রায় বাধা দেওয়া শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় ৪০টি দেশের পাঁচ শতাধিক অধিকারকর্মীকে আটক করা হয়েছে।
সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি বাধার প্রতিবাদে বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ হয়েছে।
দ্য ম্যারিনেটসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে এবং প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার ৪৩টি নৌযান আটকে দেওয়া হয়। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল ম্যারিনেট।


































