ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 96

ত্রাণ নিয়ে যাচ্ছে গাজার মানুষ। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য নতুন করে দুই কোটি পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে। খবর বিবিসি।

খবরে বলা হয়, এ অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তা প্রতিশ্রুতির অংশ।

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করতে আজ সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে বসছেন বিশ্বনেতারা। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানেই তিনি গাজাবাসীর জন্য নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

‘শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাঁদের জীবন পুনর্নির্মাণ করতে পারে’-কিয়ার স্টারমার এমনটাই বলতে পারেন বলে আশা করা হচ্ছে।

শারম আল শেখে অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

সর্বশেষ আপডেট ১১:৪৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য নতুন করে দুই কোটি পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে। খবর বিবিসি।

খবরে বলা হয়, এ অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তা প্রতিশ্রুতির অংশ।

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করতে আজ সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে বসছেন বিশ্বনেতারা। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানেই তিনি গাজাবাসীর জন্য নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

‘শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাঁদের জীবন পুনর্নির্মাণ করতে পারে’-কিয়ার স্টারমার এমনটাই বলতে পারেন বলে আশা করা হচ্ছে।

শারম আল শেখে অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।