গাইবান্ধায় স্ত্রীকে গলা কেটে হত্যা
- সর্বশেষ আপডেট ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 90
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে স্ত্রী শিউলী বেগমকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে রেখে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিউলী বেগম ফরিদের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তাদের সংসারে একটি ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। ফরিদের প্রথম স্ত্রীরও দুটি সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দ্বিতীয় বিয়ের পর থেকেই ফরিদ শিউলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে শিউলীর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। পরে মরদেহ কলাবাগানে ফেলে পালিয়ে যান।
নিহতের বাবা শরীফ মিয়া ড্রাইভার জানিয়েছেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গলা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ফরিদ এখনও পলাতক। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রশিদুল বারী।



































