গাইবান্ধায় শ্রমিক ইউনিয়ন অফিস দখল করেছে জামায়াত নেতা
- সর্বশেষ আপডেট ০৯:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 92
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোশফেকুর রহমান রিপন জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর থেকে সংগঠনের সাধারণ সম্পাদক পলাতক এবং সভাপতি দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাধারণ সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তারা সুনামের সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি অভিযোগ করেন, কমিটি গঠনের পর থেকেই স্থানীয় জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খাইরুল ইসলাম চাঁন মিয়ার নেতৃত্বে রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির মাধ্যমে অবৈধভাবে সংগঠনের বিরুদ্ধে তৎপরতা চালানো হচ্ছে। ১ জুন ২০২৫ তারিখে পলাশবাড়ীতে যে তলবী সভা করা হয়, শ্রম দপ্তর রাজশাহী তা তদন্ত করে বাতিল ঘোষণা করে। এরপর আবু তাহের ড্রাইভার ১৬ নভেম্বর আবার তলবী সভার অনুমতি চাইলেও শ্রম দপ্তর ২৪ নভেম্বর তদন্ত শেষে তার আবেদনও বাতিল করে এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, শ্রম দপ্তর বারবার আবেদন বাতিল করলেও একটি পক্ষ জোরজবরদস্তি করে ইউনিয়নের কার্যালয় দখল করে রেখেছে এবং শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। খাইরুল ইসলাম চাঁন ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে কার্যালয় দখলের ঘটনাকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে শ্রম দপ্তর রাজশাহী, গাইবান্ধা জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।


































