ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 117

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় রাকিব মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার আসমতপুর মাঠের পাড় (বিলেরপাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাকিব মোটরসাইকেলযোগে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ আপডেট ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় রাকিব মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার আসমতপুর মাঠের পাড় (বিলেরপাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাকিব মোটরসাইকেলযোগে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।”