গলে ৫০০ ছোঁয়ার আগেই থেমে গেল বাংলাদেশের ইনিংস
- সর্বশেষ আপডেট ১০:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 168
গল টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত সূচনা করেও ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারল না বাংলাদেশ। ইনিংসের মাঝপথে চতুর্থ উইকেটে বিশাল জুটি গড়ে আশা জাগালেও শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৯৫ রানেই থেমে যেতে হয় টাইগারদের। কাঙ্ক্ষিত পাঁচশো রানের লক্ষ্য থেকে দলটি মাত্র ৫ রান দূরে থেমে যায়।
খেলার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৪৮৯ রান। শেষ বিকেলে হঠাৎ করেই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, মাত্র ২৬ রানের ব্যবধানে হারায় পাঁচটি মূল্যবান উইকেট। ফলে ইনিংসের বাকি অংশে খুব বেশি রান যোগ করতে পারেনি সফরকারীরা।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ৪৫ রানেই সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। কিন্তু এরপরই দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে ২৬৪ রানের এক অনন্য জুটি গড়ে ম্যাচে ঘুরে দাঁড়ান এই দুই অভিজ্ঞ ব্যাটার।
নাজমুল হোসেন শান্ত খেলেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, আর মুশফিকের ব্যাট থেকে আসে ১৬৩ রান। শান্ত আউট হওয়ার পর পঞ্চম উইকেটে মুশফিক-লিটন দাস মিলে যোগ করেন আরও ১৪৯ রান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে লিটন আউট হন ৯০ রানে, ফলে ব্যক্তিগত শতক হাতছাড়া হয়ে যায় তার।
এরপর নীচের সারির ব্যাটাররা বলার মতো প্রতিরোধ গড়তে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আসিথা ফার্নান্দো, তিনি শিকার করেন ৪টি উইকেট। মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নানায়েকে পান ৩টি করে উইকেট।
































