গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সর্বশেষ আপডেট ০৭:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 69
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সীমান্তের কাছাকাছি জায়গায় গরু আনতে গিয়ে নিহত হয়েছেন তিনি। একই দিনে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেঁকি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুকিরাম (২৫) মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুকিরামসহ কয়েকজন স্থানীয় প্রতিদিনের মতো গরু চড়াচ্ছিলেন। সুকিরাম গরু আনতে গিয়ে ভারতের ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে ঢুকে পড়লে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে পিঠে আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্ত অতিক্রমের কারণে বিএসএফের গুলিতে যুবক মারা যেতে পারেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, একই দিনে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আরও এক বাংলাদেশি যুবক সবুজ (২৫) বিএসএফের গুলিতে নিহত হন। তিনি ভারতের সীমান্তে প্রবেশ করার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

































