ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরুর দাম কমার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 427

গরুর দাম কমার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে দুর্নীতিবাজদের অনুপস্থিতির কারণেই এবারের কোরবানির পশুর বাজারে গরুর দাম তুলনামূলকভাবে কম। তাঁর ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দুর্নীতিবাজদের প্রভাব কমে যাওয়ায় বাজারে অর্থের প্রবাহে কিছুটা প্রভাব পড়েছে, ফলে গরুর চাহিদা কম এবং দামও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সরবরাহ বেশি থাকায় এবং আগের মতো অনিয়ন্ত্রিত অর্থের প্রবাহ না থাকায় এ বছর পশুর দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষ কিছুটা কষ্টে থাকলেও বাজারে বিশৃঙ্খলার সুযোগ নেই।”

হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন সেবা কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন।

এ সময় সাংবাদিকরা ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কেউ আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”

তিনি আরও জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে এবং জনসাধারণের সহযোগিতায় যাত্রা আরও নির্বিঘ্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গরুর দাম কমার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৪:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে দুর্নীতিবাজদের অনুপস্থিতির কারণেই এবারের কোরবানির পশুর বাজারে গরুর দাম তুলনামূলকভাবে কম। তাঁর ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দুর্নীতিবাজদের প্রভাব কমে যাওয়ায় বাজারে অর্থের প্রবাহে কিছুটা প্রভাব পড়েছে, ফলে গরুর চাহিদা কম এবং দামও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সরবরাহ বেশি থাকায় এবং আগের মতো অনিয়ন্ত্রিত অর্থের প্রবাহ না থাকায় এ বছর পশুর দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষ কিছুটা কষ্টে থাকলেও বাজারে বিশৃঙ্খলার সুযোগ নেই।”

হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন সেবা কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন।

এ সময় সাংবাদিকরা ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কেউ আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”

তিনি আরও জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে এবং জনসাধারণের সহযোগিতায় যাত্রা আরও নির্বিঘ্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।