গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১১ জেলে উদ্ধার
- সর্বশেষ আপডেট ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 49
কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া এফ বি ‘মায়ের দোয়া’-৩ নামক একটি ফিশিং বোটের ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
গত ৫ ডিসেম্বর শুক্রবার মহেশখালী থানার সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় বোটটি ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল জেলেরা, মাছ, বোটের ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামসহ জেলেদের জিম্মি করে রেখেছিল। এরপর ৬ ডিসেম্বর সকালে এফ, বি তাসমীম নামক অন্য একটি ফিশিং বোট থেকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) সাহায্যের জন্য আবেদন করা হয়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন, মহেশখালী থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।
এ সময় জীবিত অবস্থায় ১১ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


































