আওমালীগ কাউকে ভোট দিতে দেয়নি : আসিফ নজরুল
- সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 35
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাভাবিকভাবে ভোট দিতে দেয়নি। একবার রাতের ভোট, একবার প্রতিদ্বন্দ্বী ছাড়া একক ভোট এবং একবার ভুয়া ভোটের মাধ্যমে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভোটার সচেতনতাবৃদ্ধি ও গণভোট সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। ভোট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সরকার নির্বাচনের ক্ষমতা নিজের হাতে রাখতে পারি।”
আসিফ নজরুল আরও বলেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে পারছেন। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। তিনি ভোটারদের হুঁশিয়ারি দেন, অন্যকে ভোট দিতে বাধা দিলে তা আগে সরকারের মতো হবে। তিনি বলেন, গণভোট দেশের স্বার্থে, দলের স্বার্থে নয়। হ্যাঁ ভোট দিয়ে জনগণ দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করতে সাহায্য করবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এস. এম. ইমদাদুল হক। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমসহ শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।



































