গণসংযোগে নিহত সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু
- সর্বশেষ আপডেট ১২:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 65
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণসংযোগে অংশ নেওয়া নিহত সরওয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তবে নিহত সরওয়ার বিএনপির কর্মী নন।
বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব হলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমাদের প্রার্থীর জনসংযোগে শত শত মানুষ অংশ নেন। সরওয়ার সেখানে উপস্থিত থাকলেও, এটি দুই সন্ত্রাসী গোষ্ঠীর পুরোনো বিরোধের জেরে সংঘটিত ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরেই সরওয়ারকে গুলি করা হয়। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে চলতি বছরের ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় প্রাইভেটকারে থাকা অবস্থায় সরওয়ারের ওপর হামলা হয়। তখন গুলিতে তার সঙ্গে থাকা দুইজন নিহত হন, তবে সরওয়ার প্রাণে বেঁচে যান।
ঘটনার তদন্তে গ্রেপ্তার আসামিরা জানিয়েছিলেন, বিদেশে থাকা শিবির-সংশ্লিষ্ট বড় সাজ্জাদের অনুসারী ছোট সাজ্জাদের নির্দেশেই সরওয়ারকে টার্গেট করা হয়। একসময় সরওয়ারও বড় সাজ্জাদের দলের সদস্য ছিলেন, তবে ২০১৫ সালের পর থেকে তিনি আলাদা হয়ে যান।
































