গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 90
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, বিকেলে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে পরিবেশন করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।
বিজ্ঞপ্তিতে ফখরুল বলেন, “আজ বিকেলে মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার দেওয়া বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি স্পষ্টভাবে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা চালাতে চাই না।”
তিনি আরও জানালেন, “আমি যে কথাগুলো বলেছি তা স্থানীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ ছিল—এই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা করা হয়, আমরা সেগুলো তুলে নেব। আমি দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দিইনি। ফলে গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিলিপির প্রতি জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”
ফখরুল তার বক্তব্যের ওই অংশের উদ্ধৃতিও উল্লেখ করে বলেন, “আমি বলেছি, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোথাও হয়রানিমূলক মামলা হয়ে থাকে, সেগুলো তুলে নেওয়া হবে—কিন্তু গণমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা সত্যের সাথে খাপ খায় না।”
তিনি আরও মন্তব্য করেছেন, “জলঘোলা সৃষ্টির চেষ্টা চলছে—মন্তব্যগুলো কনটেক্সট থেকে বের করে প্রকাশ করা হচ্ছে। রিপোর্টার ও সম্পাদকদের কাছে অনুরোধ, সংবাদ পরিবেশন করার সময় বক্তব্যের পূর্ণ প্রসঙ্গ তুলে ধরবেন।”
বিজ্ঞপ্তিতে ফখরুল অভিযোগ করেন, কিছু মহল দেশে অস্থিতিশ্রতা সৃষ্টি করতে চায়; নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ভীতিকর ঘটনাও জোর করে ঘটানো হচ্ছে। তিনি বলেন, “জনগণের প্রতি অনুরোধ—এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন দেখে আতঙ্ক বা বিভ্রান্তিতে পড়বেন না; খবরের সঠিক চিত্র জানবার জন্য দলীয় কেন্দ্রীয় ঘোষণাকে বিবেচনা করুন।”
































