ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট ২০২৬: কিশোরগঞ্জে জনসচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 45

জনগণকে সচেতন করতে কিশোরগঞ্জে উঠান বৈঠক। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সমাজ সেবার উদ্যোগে পশ্চিম দ্বীপেশ্বর ও আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরি গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহছানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন শহিদুল্লাহ ও শাহনাজ পারভীন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকগণ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ভাতাভোগী নারী-পুরুষ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

প্রধান অতিথি কামরুজ্জামান খান সভায় বলেন, “গণভোট ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে উঠান বৈঠক পরিচালনা করা হচ্ছে। জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব বোঝানোই এ সভার মূল উদ্দেশ্য। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী কার্যকর করা হবে।

 

এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, ইন্টারনেট সেবার মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ও ডেপুটি স্পিকারের নির্বাচনও সহজতর হবে।”

 

সভায় বক্তারা আরও বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে পরিবর্তনের সুফল পাওয়া যাবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোট ২০২৬: কিশোরগঞ্জে জনসচেতনতা কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৮:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সমাজ সেবার উদ্যোগে পশ্চিম দ্বীপেশ্বর ও আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরি গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহছানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন শহিদুল্লাহ ও শাহনাজ পারভীন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকগণ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ভাতাভোগী নারী-পুরুষ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

প্রধান অতিথি কামরুজ্জামান খান সভায় বলেন, “গণভোট ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে উঠান বৈঠক পরিচালনা করা হচ্ছে। জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব বোঝানোই এ সভার মূল উদ্দেশ্য। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী কার্যকর করা হবে।

 

এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, ইন্টারনেট সেবার মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ও ডেপুটি স্পিকারের নির্বাচনও সহজতর হবে।”

 

সভায় বক্তারা আরও বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে পরিবর্তনের সুফল পাওয়া যাবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”