ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে জনসচেতনতা বাড়াতে ব্যাংকের তহবিল ব্যবহারের পরামর্শ :গভর্নর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 31

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রমে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গুরুত্ব এবং তা বাস্তবায়িত না হলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণকে জানানো প্রয়োজন।

কোনো এনজিও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কর্মসূচি নিলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে বলে তিনি মত দেন।

এছাড়া নির্বাচন ঘিরে কালো টাকা ঠেকাতে নগদ লেনদেন ও তহবিল ব্যবস্থাপনায় কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি ।

নির্বাচনকালীন সময়ে কালো টাকা ঠেকাতে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) নগদ লেনদেনের নজরদারি জোরদার করেছে বলেও বৈঠকে জানানো হয়। এর অংশ হিসেবে ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে গভর্নর খেলাপি ঋণ কমানো, রেমিট্যান্সের অপব্যবহার রোধ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্ক থাকার তাগিদ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে জনসচেতনতা বাড়াতে ব্যাংকের তহবিল ব্যবহারের পরামর্শ :গভর্নর

সর্বশেষ আপডেট ০৩:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রমে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গুরুত্ব এবং তা বাস্তবায়িত না হলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণকে জানানো প্রয়োজন।

কোনো এনজিও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কর্মসূচি নিলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে বলে তিনি মত দেন।

এছাড়া নির্বাচন ঘিরে কালো টাকা ঠেকাতে নগদ লেনদেন ও তহবিল ব্যবস্থাপনায় কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি ।

নির্বাচনকালীন সময়ে কালো টাকা ঠেকাতে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) নগদ লেনদেনের নজরদারি জোরদার করেছে বলেও বৈঠকে জানানো হয়। এর অংশ হিসেবে ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে গভর্নর খেলাপি ঋণ কমানো, রেমিট্যান্সের অপব্যবহার রোধ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্ক থাকার তাগিদ দেন।