ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 62

গণভোট আয়োজনে দিনের বেলা উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাতে এ বিষয়ক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আয়োজন করা হবে গণভোট।গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অভিপ্রায় নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণভোট অধ্যাদেশ জারি করে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করা হয়।

অধ্যাদেশে বলা হয়, চব্বিশের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না, তা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করতে সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ প্রণয়ন ও জারি করেছে।

সংসদ না থাকায় আইন প্রণয়ন সম্ভব না হওয়ায় জুলাই সনদ আদেশ বাস্তবায়নের মাধ্যমে গণভোট আয়োজনের জন্য এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোট অধ্যাদেশ জারি

সর্বশেষ আপডেট ১০:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

গণভোট আয়োজনে দিনের বেলা উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাতে এ বিষয়ক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আয়োজন করা হবে গণভোট।গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অভিপ্রায় নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণভোট অধ্যাদেশ জারি করে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করা হয়।

অধ্যাদেশে বলা হয়, চব্বিশের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না, তা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করতে সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ প্রণয়ন ও জারি করেছে।

সংসদ না থাকায় আইন প্রণয়ন সম্ভব না হওয়ায় জুলাই সনদ আদেশ বাস্তবায়নের মাধ্যমে গণভোট আয়োজনের জন্য এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে।