গণবিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষে নিহত ১
- সর্বশেষ আপডেট ১২:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 78
অর্থনৈতিক ধস এবং মুদ্রার রেকর্ড দরপতনে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ইরানে শুরু হয়েছে বিশাল গণবিক্ষোভ। রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির কারাজ, শিরাজ, ইসফাহানসহ প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় লোরিস্তান প্রদেশে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজিরবিহীন পতনে ক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ টানা তিন দিন ধরে ধর্মঘট ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। রাজপথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও লাঠিপেটা করছে পুলিশ, যা পুরো পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। খবর বিবিসির।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জনগণকে ‘শত্রু’র ষড়যন্ত্রের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমান পরিস্থিতিকে একটি ‘পুরোদস্তুর যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বিদেশের শত্রুরা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতজানু করার চেষ্টা করছে। তবে দেশের অভ্যন্তরে সংহতি বজায় থাকলে কোনো শক্তিই ইরানকে পরাজিত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত রোববার তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। গত এক বছরে রিয়ালের মান প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার ৫০ শতাংশের কোঠায়।
স্থানীয় কর্মকর্তাদের দাবি, সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে পুঁজি করে বিদেশি মদদপুষ্ট অশুভ চক্র দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে লোরিস্তানে নিহত ২১ বছর বয়সী বাসিজ ফোর্সের সদস্য আমির হোসাম খোদায়ারি ফার্দের মৃত্যুকে তারা ‘দাঙ্গাবাজদের সহিংসতা’ হিসেবে অভিহিত করেছেন।
































