শিরোনাম
গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 138
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার এবং চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার দায়ে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিককে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত উপবিভাগে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ গ্রহণ করেছিলেন। এছাড়া চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ তাকে কারাদণ্ড দিয়েছেন।
প্রমাণের ভিত্তিতে বিভাগীয় মামলা অনুসরণ করে, সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
































