ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র আবারও হুমকির মুখে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 80

গণতন্ত্র আবারও হুমকির মুখে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচিত সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের পর যখন গণতন্ত্র ফেরার পথে, ঠিক তখনই তা বাধার সম্মুখীন হচ্ছে।

বুধবার রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, “এত ত্যাগের পরও গণতন্ত্র আবার হুমকির মুখে। এই হুমকি আসে ঠিক তখন, যখন দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত সংসদ চাই। মানুষের মালিকানা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে সক্রিয় কিছু মহল।”

দেশে বিভিন্ন বিষয়ে সংস্কার আনার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সংসদে আনা উচিত। কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপনের মাধ্যমে তা সম্ভব নয়।”

একই অনুষ্ঠানে বিএনপির অন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস রয়েছে আওয়ামী লীগের। বাকশাল থেকে শুরু করে দেশের সব বড় দুর্ঘটনার সঙ্গে এই দল যুক্ত।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণতন্ত্র আবারও হুমকির মুখে: আমীর খসরু

সর্বশেষ আপডেট ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচিত সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের পর যখন গণতন্ত্র ফেরার পথে, ঠিক তখনই তা বাধার সম্মুখীন হচ্ছে।

বুধবার রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, “এত ত্যাগের পরও গণতন্ত্র আবার হুমকির মুখে। এই হুমকি আসে ঠিক তখন, যখন দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত সংসদ চাই। মানুষের মালিকানা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে সক্রিয় কিছু মহল।”

দেশে বিভিন্ন বিষয়ে সংস্কার আনার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সংসদে আনা উচিত। কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপনের মাধ্যমে তা সম্ভব নয়।”

একই অনুষ্ঠানে বিএনপির অন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস রয়েছে আওয়ামী লীগের। বাকশাল থেকে শুরু করে দেশের সব বড় দুর্ঘটনার সঙ্গে এই দল যুক্ত।”