গড়াই নদীর তীর সংরক্ষণ প্রকল্প নিয়ে কুষ্টিয়ায় কর্মশালা
- সর্বশেষ আপডেট ০৮:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 145
গড়াই নদীর তীর সংরক্ষণ প্রকল্প (২য় সংশোধিত) বাস্তবায়ন কার্যক্রম অবহিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় গৃহীত এই প্রকল্পের অগ্রগতি ও কার্যকারিতা তুলে ধরতেই বুধবার (১৮ জুন) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রশিদুর রহমান। তিনি বলেন, “গড়াই নদী না বাঁচলে দক্ষিণাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য এবং এমনকি সুন্দরবনের অস্তিত্বও হুমকিতে পড়বে।”
তিনি আরও জানান, ড্রেজিং বন্ধ হলে নদীর স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটে এবং ভাঙনের পাশাপাশি পরিবেশগত বিপর্যয় দেখা দেয়। তাই প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা নদী ও তীরবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়াই ড্রেজিং প্রকল্পের সাবেক নির্বাহী প্রকৌশলী সৈকত রায়, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক তৌহিদী হাসান, এস এম রাশেদ, তারিকুল হক তারিক, সাজ্জাদ রানা, স্থানীয় কৃষকসহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এই কর্মশালার মাধ্যমে নদী রক্ষায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও টেকসই নদীব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।
































