খোলা ট্রাকে বৃষ্টিতে ভিজে ১২ ঘণ্টা মহাসড়কে ঈদযাত্রীদের দুর্ভোগ
- সর্বশেষ আপডেট ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 467
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বৃষ্টির মধ্যেও অনেক যাত্রী ছাতা মাথায় নিয়ে খোলা ট্রাকে করে পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে এই যানজট শুরু হয়। টাঙ্গাইলের করটিয়া হাট বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ এ যানজটে থেমে থেমে চলছে যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপ ও বিভিন্ন স্থানে যানবাহন বিকলের কারণে পরিস্থিতির অবনতি হয় বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার রাশেদ নামের এক যাত্রী জানান, “গাজীপুর থেকে পরিবার নিয়ে বাস না পেয়ে খোলা ট্রাকে যাচ্ছি। ১২ থেকে ১৪ ঘণ্টা লেগেছে টাঙ্গাইলের রসুলপুর পৌঁছাতে। কখনো রোদ, কখনো হঠাৎ বৃষ্টি—পুরোটা পথ কষ্টেই কেটেছে।”
আরেক যাত্রী জাফর মিয়া বলেন, “চৌরাস্তা থেকে টাঙ্গাইলে পৌঁছাতে ৭ ঘণ্টা লেগেছে। চৌরাস্তা ও মির্জাপুরে প্রচণ্ড যানজট ছিল। এরপর টাঙ্গাইল সদর থেকে যমুনা সেতুর পথে আরও বড় যানজটে আটকা পড়েছি। জানি না পঞ্চগড় পৌঁছাতে কতক্ষণ লাগবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে হঠাৎ করে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে। সিরাজগঞ্জ অংশ দিয়ে সেতু পারাপারে ধীরগতি থাকায় যানজট আরও বেড়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, “অতিরিক্ত গাড়ির কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”
যাত্রার এমন দুর্বিষহ অভিজ্ঞতায় ভুক্তভোগীরা জানিয়েছেন, অতীতে ঈদযাত্রায় এতটা দুর্ভোগে পড়তে হয়নি। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের।
































