ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেজুরগাছ থেকে পড়ে নিহত শিবির নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 85

খেজুরগাছ থেকে পড়ে নিহত শিবির নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুরগাছ পরিচর্যার সময় গাছ থেকে পড়ে এক ছাত্র শিবির নেতা প্রাণ হারিয়েছেন। নিহতের নাম সাইফুল্লাহ মুনাওয়ার (১৬)। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাত্র শিবির সভাপতি এবং সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনা বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় ঘটে। নিহতের বাবা নুরুচ্ছালাম জানান, সকালে সাইফুল্লাহ বাড়ির পেছনের খেজুর গাছ পরিচর্যা করতে গাছের ওপর ওঠেন। দুপুরের দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজরিন সুলতানা মিতু বলেন, “বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে।”

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খেজুরগাছ থেকে পড়ে নিহত শিবির নেতা

সর্বশেষ আপডেট ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুরগাছ পরিচর্যার সময় গাছ থেকে পড়ে এক ছাত্র শিবির নেতা প্রাণ হারিয়েছেন। নিহতের নাম সাইফুল্লাহ মুনাওয়ার (১৬)। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাত্র শিবির সভাপতি এবং সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনা বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় ঘটে। নিহতের বাবা নুরুচ্ছালাম জানান, সকালে সাইফুল্লাহ বাড়ির পেছনের খেজুর গাছ পরিচর্যা করতে গাছের ওপর ওঠেন। দুপুরের দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজরিন সুলতানা মিতু বলেন, “বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে।”

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।