খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান
- সর্বশেষ আপডেট ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 87
রোগীদের সেবা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) অভিযান চালানো হয়েছে। হঠাৎ এ উদ্যোগে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানের সময় যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আক্তারুজ্জামানের নেতৃত্বে বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বহির্বিভাগের বাথরুমে দীর্ঘদিন ধরে সমস্যার কারণে রোগী ও স্বজনদের ভোগান্তি চলছিল। অভিযান চলাকালে এসব সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে। এছাড়া রোগীদের বসার জায়গার সংকটও তাৎক্ষণিকভাবে নিরসনের ব্যবস্থা করা হয়েছে।
রোগীরা বলেন, নিয়মিত এমন অভিযান হলে হাসপাতালের সার্বিক সেবা আরও উন্নত হবে এবং তাদের দুর্ভোগ কমবে। তারা আরও বলেন, সমস্যা চিহ্নিত ও সমাধান দ্রুত হলে এ ধরনের উদ্যোগ স্বাগত।
ডা. আক্তারুজ্জামান জানান, আউটডোর বিভাগের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। কিছু বাথরুম ও বসার জায়গার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা ভালোভাবে চলছে, তবে কিছু তথ্য যথাযথভাবে ইনপুট করা হচ্ছে না, তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সাপ্লাই আছে। এছাড়া ইডিসিএল থেকে আরও দুই থেকে আড়াই কোটি টাকার ওষুধ নিয়ে আসা হয়েছে। এসব ওষুধ দরিদ্র রোগীদের সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
































