ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা গেলেই আমাকে মেরে ফেলবে: পপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 131

খুলনা গেলেই আমাকে মেরে ফেলবে: পপি

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আবার খবরের শিরোনামে—তবে এবার কোনো চলচ্চিত্র নয়, বরং পরিবার ও সম্পত্তি ঘিরে তৈরি হওয়া সংঘাত নিয়ে। তিনি অভিযোগ করেছেন, খুলনায় গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পপি জানান, তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। তার কথায়, প্রায় এক বছর ধরে এই হুমকি এতটাই বেড়েছে যে নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়েও তিনি বাড়ি যেতে সাহস করেননি। পপির দাবি, তারেক স্পষ্টভাবে বলেছেন—খুলনায় গেলে তাকে মেরে ফেলা হবে।

পপি জানান, ১৯ নভেম্বর তার বড় চাচা কবির হোসেন মারা যান। খবর পেয়ে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিলেও হুমকির কারণে যেতে পারেননি। তিনি বলেন, ২০০৭ সালে বড় চাচার কাছ থেকে জমি কেনার পরও দলিল থাকা সত্ত্বেও এখনো সেই সম্পত্তির দখল পাননি। অভিযোগ রয়েছে, তার চাচাতো বোন মুক্তা ও তারেক জমিটি দখলে রেখে তাকে নানা উপায়ে ভয় দেখিয়ে আসছেন।

তার বক্তব্যে উঠে এসেছে, আগের সরকারের সময় স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিকে ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন আবার বিএনপি ঘনিষ্ঠ কয়েকজনকে সামনে রেখে একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তারেক নাকি স্পষ্ট ভাষায় বলেছেন, “খুলনায় গেলে জীবিত ফিরতে পারবে না।”

অভিযোগ নিয়ে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন তারেকের বিরুদ্ধে জমি দখল ও ভয়ভীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনা গেলেই আমাকে মেরে ফেলবে: পপি

সর্বশেষ আপডেট ০২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আবার খবরের শিরোনামে—তবে এবার কোনো চলচ্চিত্র নয়, বরং পরিবার ও সম্পত্তি ঘিরে তৈরি হওয়া সংঘাত নিয়ে। তিনি অভিযোগ করেছেন, খুলনায় গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পপি জানান, তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। তার কথায়, প্রায় এক বছর ধরে এই হুমকি এতটাই বেড়েছে যে নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়েও তিনি বাড়ি যেতে সাহস করেননি। পপির দাবি, তারেক স্পষ্টভাবে বলেছেন—খুলনায় গেলে তাকে মেরে ফেলা হবে।

পপি জানান, ১৯ নভেম্বর তার বড় চাচা কবির হোসেন মারা যান। খবর পেয়ে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিলেও হুমকির কারণে যেতে পারেননি। তিনি বলেন, ২০০৭ সালে বড় চাচার কাছ থেকে জমি কেনার পরও দলিল থাকা সত্ত্বেও এখনো সেই সম্পত্তির দখল পাননি। অভিযোগ রয়েছে, তার চাচাতো বোন মুক্তা ও তারেক জমিটি দখলে রেখে তাকে নানা উপায়ে ভয় দেখিয়ে আসছেন।

তার বক্তব্যে উঠে এসেছে, আগের সরকারের সময় স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিকে ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন আবার বিএনপি ঘনিষ্ঠ কয়েকজনকে সামনে রেখে একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তারেক নাকি স্পষ্ট ভাষায় বলেছেন, “খুলনায় গেলে জীবিত ফিরতে পারবে না।”

অভিযোগ নিয়ে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন তারেকের বিরুদ্ধে জমি দখল ও ভয়ভীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।