ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার ডাকবাংলো মোড়ে সন্ত্রাসী হামলায় ৪ গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ১২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 102

খুলনার ডাকবাংলো মোড়ে সন্ত্রাসী হামলায় ৪ গুরুতর জখম

খুলনা মহানগরীর ডাকবাংলো মোড় সংলগ্ন লাভলু হোটেলের কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে গুরুতর জখম করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রায় ১৫–২০ জন যুবক হোটেলে প্রবেশ করে হামলা চালায়। দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা ও ধারালো ছুরি ব্যবহার করে হোটেলের বাবুর্চি ও কর্মচারিসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতরা হলেন—আইয়ুব, মধু, সজল এবং টুটুল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে হোটেলের একজন কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। হোটেল ম্যানেজার বেল্লালকে মারতে গেলে অন্য কর্মচারিরা বাধা দেয়। এর ফলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হোটেলের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, ‘ঘটনার রেশ ধরে সন্ধ্যার কিছু পরে ১০–১৫ জন হঠাৎ হোটেলে এসে হামলা চালায়। ধারালো চাপাতি ও রামদা দিয়ে হোটেলের ভিতরে চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হোটেলের বিভিন্ন গ্লাস ভাঙচুর করা হয়। ওই সময় হোটেলের ভেতরে ও আশপাশে থাকা মানুষজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়।’

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনার ডাকবাংলো মোড়ে সন্ত্রাসী হামলায় ৪ গুরুতর জখম

সর্বশেষ আপডেট ১২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

খুলনা মহানগরীর ডাকবাংলো মোড় সংলগ্ন লাভলু হোটেলের কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে গুরুতর জখম করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রায় ১৫–২০ জন যুবক হোটেলে প্রবেশ করে হামলা চালায়। দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা ও ধারালো ছুরি ব্যবহার করে হোটেলের বাবুর্চি ও কর্মচারিসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতরা হলেন—আইয়ুব, মধু, সজল এবং টুটুল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে হোটেলের একজন কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। হোটেল ম্যানেজার বেল্লালকে মারতে গেলে অন্য কর্মচারিরা বাধা দেয়। এর ফলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হোটেলের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, ‘ঘটনার রেশ ধরে সন্ধ্যার কিছু পরে ১০–১৫ জন হঠাৎ হোটেলে এসে হামলা চালায়। ধারালো চাপাতি ও রামদা দিয়ে হোটেলের ভিতরে চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হোটেলের বিভিন্ন গ্লাস ভাঙচুর করা হয়। ওই সময় হোটেলের ভেতরে ও আশপাশে থাকা মানুষজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়।’

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’