ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 145

বেগম খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হাসপাতালে কেবিনে আছেন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের প্রধান বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, তার ফুসফুসে সংক্রমণ থাকায় নিবিড় নজরদারিতে চিকিৎসা চলছে। এদিকে বোর্ডের আরেক সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গত রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান।

বিএনপির নেতাকর্মীদের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

মঙ্গলবার সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে তার রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

এ ছাড়া বিকেলে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগেও দোয়া মাহফিল হয়।

বুধবার বেলা ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ভাসানী ভবনে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানায় বিএনপির দপ্তর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

সর্বশেষ আপডেট ০৯:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হাসপাতালে কেবিনে আছেন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের প্রধান বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, তার ফুসফুসে সংক্রমণ থাকায় নিবিড় নজরদারিতে চিকিৎসা চলছে। এদিকে বোর্ডের আরেক সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গত রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান।

বিএনপির নেতাকর্মীদের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

মঙ্গলবার সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে তার রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

এ ছাড়া বিকেলে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগেও দোয়া মাহফিল হয়।

বুধবার বেলা ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ভাসানী ভবনে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানায় বিএনপির দপ্তর।