খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
- সর্বশেষ আপডেট ১২:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 58
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ তথ্য জানার জন্য ভিড় করছেন গণমাধ্যম কর্মীরা। এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানান, গত দুই-তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ফলে বলা যায় ‘কিছুটা ভালোর দিকে’। তিনি বলেন, আগে যেমনটা হয়েছে, একটু উন্নতি না হলে এটা স্থিতিশীল থাকতো না। গত দুই-তিন দিন ধরে স্থিতিশীল আছে। ফলে কিছুটা ভালোর দিকে বলা যায়। আরেকটু সময় লাগবে শারীরিক অবস্থা কতটা উন্নতি হলো তা জানাতে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ অন্যান্য সমস্যা এখনও অপরিবর্তিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ঢাকায় রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে থেকে চিকিৎসার সার্বিক তদারকি করছেন। চিকিৎসকেরা এখনও তার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হলো, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।
































