ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের রাষ্ট্রপতির শোক

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 86

মালদ্বীপে অবস্থিত হাইকমিশন নিশ্চিত করেছে যে মালদ্বীপ প্রজাতন্ত্রের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মান্যবর মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ মালদ্বীপ প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে উক্ত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে তিনি তার সরকারি এক্স (X) অ্যাকাউন্টে একটি শোকবার্তা প্রদান করেন, যা এই শোকাবহ সময়ে বাংলাদেশের প্রতি মালদ্বীপের গভীর শ্রদ্ধা ও সংহতির প্রতিফলন।

সফরকালে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সকল সাক্ষাতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবেন।

মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূতের এই অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মালদ্বীপে অবস্থিত হাইকমিশন বাংলাদেশের প্রতি প্রদত্ত শোক ও সমবেদনার জন্য মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপ সরকার এবং মালদ্বীপের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই সমবেদনা ও সহমর্মিতা বাংলাদেশের সরকার ও জনগণের কাছে গভীরভাবে প্রশংসিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের রাষ্ট্রপতির শোক

সর্বশেষ আপডেট ১২:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মালদ্বীপে অবস্থিত হাইকমিশন নিশ্চিত করেছে যে মালদ্বীপ প্রজাতন্ত্রের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মান্যবর মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ মালদ্বীপ প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে উক্ত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে তিনি তার সরকারি এক্স (X) অ্যাকাউন্টে একটি শোকবার্তা প্রদান করেন, যা এই শোকাবহ সময়ে বাংলাদেশের প্রতি মালদ্বীপের গভীর শ্রদ্ধা ও সংহতির প্রতিফলন।

সফরকালে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সকল সাক্ষাতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবেন।

মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূতের এই অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মালদ্বীপে অবস্থিত হাইকমিশন বাংলাদেশের প্রতি প্রদত্ত শোক ও সমবেদনার জন্য মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপ সরকার এবং মালদ্বীপের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই সমবেদনা ও সহমর্মিতা বাংলাদেশের সরকার ও জনগণের কাছে গভীরভাবে প্রশংসিত।