শিরোনাম
অন্তিম যাত্রা
খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 53
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছে। মরদেহটি লাল-সবুজ পতাকায় মোড়ানো ছিল।
মূলত খালেদা জিয়ার মরদেহ তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে এটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে আনা হয়। এখানে দলের নেতাকর্মী এবং স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
পরবর্তী অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় নামাজ পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে, সাড়ে তিনটার দিকে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
































