ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৪:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 56

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও জনসভাকে কেন্দ্র করে স্থাপিত মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে সেখানে দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা হওয়ার কথা ছিল। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় সূত্র জানায়, ৪ ডিসেম্বর ঘোষিত ৩৬ আসনের তালিকায় বাউফলের জন্য শহীদুল আলম তালুকদারের নাম চূড়ান্ত হয়। মঙ্গলবার তিনি ঢাকায় থেকে এলাকায় পৌঁছে দোয়া মাহফিল ও জনসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছিল। সেই আয়োজন সামনে রেখেই পাবলিক মাঠে মঞ্চ তৈরি করা হয়, যা রাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা পুড়িয়ে দেয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, শহীদুল আলম এলাকার জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তাকে ঘিরেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি বিভেদ তৈরি করে দলের ক্ষতি করার চেষ্টা করছে, তবে মঞ্চে আগুন লাগিয়ে জনপ্রিয়তা কমানো যাবে না—জনগণ এখনও তাদের পাশে আছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

সর্বশেষ আপডেট ০৪:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও জনসভাকে কেন্দ্র করে স্থাপিত মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে সেখানে দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা হওয়ার কথা ছিল। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় সূত্র জানায়, ৪ ডিসেম্বর ঘোষিত ৩৬ আসনের তালিকায় বাউফলের জন্য শহীদুল আলম তালুকদারের নাম চূড়ান্ত হয়। মঙ্গলবার তিনি ঢাকায় থেকে এলাকায় পৌঁছে দোয়া মাহফিল ও জনসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছিল। সেই আয়োজন সামনে রেখেই পাবলিক মাঠে মঞ্চ তৈরি করা হয়, যা রাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা পুড়িয়ে দেয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, শহীদুল আলম এলাকার জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তাকে ঘিরেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি বিভেদ তৈরি করে দলের ক্ষতি করার চেষ্টা করছে, তবে মঞ্চে আগুন লাগিয়ে জনপ্রিয়তা কমানো যাবে না—জনগণ এখনও তাদের পাশে আছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।