খালেদা জিয়ার জানের সদকা হিসেবে এতিমখানায় ছাগল বিতরণ
- সর্বশেষ আপডেট ০৪:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 67
বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ‘জানের সদকা’ হিসেবে বিভিন্ন এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খানজাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন একটি এতিমখানায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ১১টি খাসি বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। পরে এতিমখানায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এর পাশাপাশি শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অন্যদিকে জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের উদ্যোগে একই স্থানে খালেদা জিয়ার সুস্থতার জন্য আলাদা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “মসজিদে মসজিদে আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থতার জন্য দোয়া করছি। দেশের মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে যাবেন।”



































