ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 82

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সমগ্র জাতির কাছে দোয়া প্রার্থনা করেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ পুরনো রোগগুলোর জটিলতা শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একটির চিকিৎসা করতে গেলে অন্যটির ওপর প্রভাব পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রার এই সময়ে বেগম খালেদা জিয়ার উপস্থিতি জাতির জন্য অনুপ্রেরণাদায়ক, আর তার সুস্থতা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনেক। সারাজীবন সংগ্রাম ও নির্যাতন সয়ে তিনি গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়েছেন। বর্তমানে তার স্বাস্থ্য সংকট সবার জন্যই গভীর উদ্বেগের বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সমগ্র জাতির কাছে দোয়া প্রার্থনা করেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ পুরনো রোগগুলোর জটিলতা শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একটির চিকিৎসা করতে গেলে অন্যটির ওপর প্রভাব পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রার এই সময়ে বেগম খালেদা জিয়ার উপস্থিতি জাতির জন্য অনুপ্রেরণাদায়ক, আর তার সুস্থতা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনেক। সারাজীবন সংগ্রাম ও নির্যাতন সয়ে তিনি গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়েছেন। বর্তমানে তার স্বাস্থ্য সংকট সবার জন্যই গভীর উদ্বেগের বিষয়।