ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 220

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন পরিবর্তন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী এই নতুন চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে এবং তা বাসায় থেকেই পরিচালিত হচ্ছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার কিছু রুটিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর বোর্ডের মতামতের ভিত্তিতে চিকিৎসা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হয়, এবং হাসপাতাল থেকেই তার চিকিৎসা শুরু হয়। এখন সেই চিকিৎসা বাসায়ও চলমান থাকবে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর মধ্যরাতে বাসায় ফিরে আসেন।

উল্লেখ্য, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় ফেরার পর গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য দেখভাল করছে।

এর আগে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তিনি সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন পরিবর্তন

সর্বশেষ আপডেট ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী এই নতুন চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে এবং তা বাসায় থেকেই পরিচালিত হচ্ছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার কিছু রুটিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর বোর্ডের মতামতের ভিত্তিতে চিকিৎসা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হয়, এবং হাসপাতাল থেকেই তার চিকিৎসা শুরু হয়। এখন সেই চিকিৎসা বাসায়ও চলমান থাকবে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর মধ্যরাতে বাসায় ফিরে আসেন।

উল্লেখ্য, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় ফেরার পর গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য দেখভাল করছে।

এর আগে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তিনি সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।