ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপি মহাসচিব

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 85

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। গত দুইদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছি। দেশের বিভিন্ন মসজিদে দোয়া চলছে। আজ আমরা নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি যেন খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়টি এমন একটি সময়ে, যখন গোটা জাতি অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সবাই চাই গণতন্ত্র ফিরে আসুক। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের জন্য ফিরে যেতে চাইলে অপরের মত প্রকাশের স্বাধীনতার মূল্যও দিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি মহাসচিব

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়

সর্বশেষ আপডেট ০৩:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। গত দুইদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছি। দেশের বিভিন্ন মসজিদে দোয়া চলছে। আজ আমরা নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি যেন খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়টি এমন একটি সময়ে, যখন গোটা জাতি অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সবাই চাই গণতন্ত্র ফিরে আসুক। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের জন্য ফিরে যেতে চাইলে অপরের মত প্রকাশের স্বাধীনতার মূল্যও দিতে হবে।