এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি
- সর্বশেষ আপডেট ০৩:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 91
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, তার বিদেশ যাত্রার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে তিনি এখনও দেশের বাইরে যেতে পারছেন না।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ নিতে গিয়ে মান্না বলেন, চিকিৎসকেরা এখনও আশাব্যঞ্জক কোনো খবর দেননি এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, গতদিনের মতোই সংকটাপন্ন অবস্থা—কোনও উন্নতি বা অবনতি হয়নি।
প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন এবং কিছু বন্ধু রাষ্ট্র সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।
আহমেদ আযম খান বলেন, বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হলে সেই ব্যবস্থা কার্যকর করা হবে। বর্তমানে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন, বিভিন্ন বিদেশের হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম তাকে দেখতে যান এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে।
জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধি দলও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা খোঁজেন। ডা. তাসনিম জারা জানান, খালেদা জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন।
বর্তমান অবস্থায় তার বিদেশ যাত্রা সম্ভব নয় বলে মান্না জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নিয়মিত চিকিৎসার অগ্রগতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।
































