খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের
- সর্বশেষ আপডেট ০৫:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 72
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে।
মাহদী আমিন বলেন, বর্তমানে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে তারেক রহমান, তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। চিকিৎসায় যেন কোনো ধরনের দেরি বা সীমাবদ্ধতা না থাকে, তা তদারকিতে তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
হাসপাতালে প্রতিদিন নেতাকর্মীরা খালেদা জিয়ার খোঁজ নিতে এলেও ইনফেকশনের ঝুঁকি এড়াতে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। দূর থেকেই অনেকে উদ্বেগ ও ভালোবাসা জানাচ্ছেন।
মাহদী আমিন জানান, শারীরিক অবস্থার উন্নতি ঘটলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলতি বছরের শুরুর দিকে যেখানে তিনি চার মাস চিকিৎসা নিয়ে উন্নতি পেয়েছিলেন, সেই হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কাজও চলছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
































