খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 57
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে আসেন। খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
বর্তমানে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন বলে মনে করেছে। বিদেশি চিকিৎসকদের সঙ্গে মেডিকেল বোর্ড ইতোমধ্যে সব প্রয়োজনীয় রিপোর্ট ও তথ্য শেয়ার করেছে, যাতে তারা সমন্বিতভাবে চিকিৎসার নতুন দিকনির্দেশনা দিতে পারেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আশা প্রকাশ করেছেন, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি পাওয়া যাবে।
এদিকে দলের সিনিয়র নেতা ও প্রবীণ রাজনীতিক বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নেতাকর্মীরা সাংগঠনিক কাজে পুরো মনোযোগ দিতে পারছেন না। বিভিন্ন স্থানে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।































