ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাবার খেয়ে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 76

খাবার খেয়ে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর একের পর এক শ্রমিক শারীরিক সমস্যা অনুভব করলে তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

স্বল্প সময়ের ব্যবধানে অজ্ঞান হয়ে পড়া, মাথা ঘোরা, বমিভাব ও মুখ দিয়ে লালা ঝরার মতো উপসর্গ দেখা দেওয়া শতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। একসঙ্গে এত রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

ঘটনার পর কারখানার সামনে ও টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এলাকায় শ্রমিক, তাঁদের পরিবার ও স্থানীয় মানুষের ভিড় দেখা যায়। খবর পেয়ে প্রশাসন, শিল্প পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অসুস্থ শ্রমিকেরা জানান, দুপুরের খাবারের পর প্রথমে কয়েকজন কর্মী মাথা ঘোরা অনুভব করেন। এরপর কিছুক্ষণের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ হাসপাতালে ছুটে যান, কেউ ভয়ে কারখানার বাইরে বেরিয়ে আসেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রোমানা আক্তার বলেন, হঠাৎ করে বড় সংখ্যায় অচেতন শ্রমিক আসতে শুরু করে। কারও মুখ দিয়ে লালা বের হচ্ছে, কেউ পড়ে যাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার। তবে এত শ্রমিক একসঙ্গে অসুস্থ হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এটা খাদ্যদূষণ, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হয়েছে কি না—সমস্ত দিকই যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাবার খেয়ে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

সর্বশেষ আপডেট ০৫:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর একের পর এক শ্রমিক শারীরিক সমস্যা অনুভব করলে তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

স্বল্প সময়ের ব্যবধানে অজ্ঞান হয়ে পড়া, মাথা ঘোরা, বমিভাব ও মুখ দিয়ে লালা ঝরার মতো উপসর্গ দেখা দেওয়া শতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। একসঙ্গে এত রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

ঘটনার পর কারখানার সামনে ও টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এলাকায় শ্রমিক, তাঁদের পরিবার ও স্থানীয় মানুষের ভিড় দেখা যায়। খবর পেয়ে প্রশাসন, শিল্প পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অসুস্থ শ্রমিকেরা জানান, দুপুরের খাবারের পর প্রথমে কয়েকজন কর্মী মাথা ঘোরা অনুভব করেন। এরপর কিছুক্ষণের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ হাসপাতালে ছুটে যান, কেউ ভয়ে কারখানার বাইরে বেরিয়ে আসেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রোমানা আক্তার বলেন, হঠাৎ করে বড় সংখ্যায় অচেতন শ্রমিক আসতে শুরু করে। কারও মুখ দিয়ে লালা বের হচ্ছে, কেউ পড়ে যাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার। তবে এত শ্রমিক একসঙ্গে অসুস্থ হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এটা খাদ্যদূষণ, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হয়েছে কি না—সমস্ত দিকই যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।