স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
- সর্বশেষ আপডেট ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 101
খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার রাত ৯টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুসারে এ আদেশ প্রত্যাহারের ঘোষণা দেন।
পরিপত্রে জানানো হয়, বর্তমানে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রোববার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার কার্যকর হয়েছে।
তবে গুইমারা উপজেলায় এখনও ১৪৪ ধারা বহাল আছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পরামর্শের ভিত্তিতেই শনিবার ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ (রোববার) সকাল থেকে তা কার্যকর হয়েছে।”
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
এর আগে শনিবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন পূর্ণাঙ্গভাবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয় এবং সঙ্গে আট দফা দাবি উত্থাপন করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পর। ওই রাতে অচেতন অবস্থায় কিশোরীকে একটি খেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতা খাগড়াছড়িতে অবরোধ ডাকে, যা পরদিন তিন পার্বত্য জেলায় ছড়িয়ে পড়ে। অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন।































